ঢাকা | বঙ্গাব্দ

ছক্কার রেকর্ড তাহলে ভেঙেই যাচ্ছে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2025 ইং
প্রথম ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন তানজিদ - প্রথম আলো ছবির ক্যাপশন: প্রথম ১০ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন তানজিদ - প্রথম আলো
ad728

বিপিএলে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা এবার ভেঙে ফেলেছেন তানজিদ হাসান। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটসম্যান ১০ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা। হাতে থাকা দুই ম্যাচে ছক্কার সংখ্যা নিশ্চিত আরও কিছু বাড়িয়ে নেবেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার।

২০২৪-২৫ মৌসুমটা বিপিএলে মোট ছক্কার রেকর্ডকেও হুমকির মুখে ফেলে দিয়েছে। নতুন রেকর্ড গড়তে আর মাত্র ৫৫টি ছক্কা দরকার। হাতে ম্যাচ কিন্তু কম নেই—১০টি। প্রথম ৩৬ ম্যাচে এবারের বিপিএল ছক্কা দেখেছে ৫৬৭টি। ম্যাচপ্রতি গড়ে ১৫.৭৫টি ছক্কা। এই ধারা বজায় থাকলে তো কমপক্ষে আরও ১৫০টি ছক্কা যোগ হওয়ার কথা।

বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার বর্তমান রেকর্ডটা ৬২১। ২০১৯-২০ মৌসুমে প্রথম ও সর্বশেষ ৬০০ ছক্কা দেখেছে বিপিএল। এবার যে দ্বিতীয়বার এমন কিছু দেখা যাবে, সেটি তো প্রায় নিশ্চিতই। ব্যাটসম্যানদের ব্যাট যেমন আগ্রাসী হয়েছে, তেমনি বাউন্ডারি সীমানা কমিয়ে আনাটাও বড় ভূমিকা রেখেছে ছক্কা-বৃষ্টিতে।

বিপিএলে কোন মৌসুমে কত ছক্কা
বিপিএলে কোন মৌসুমে কত ছক্কা - 
গ্রাফিকস: প্রথম আলো।

এবার দল হিসেবে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে তানজিদের ঢাকা ক্যাপিটালসই। ১০ ম্যাচে ৮৮টি ছক্কা দলটির ব্যাটসম্যানদের। সমান ম্যাচে ৮৪ ছক্কা নিয়ে দুইয়ে খুলনা টাইগার্স। অন্য দলগুলোও পিছিয়ে নেই। ফরচুন বরিশাল ছাড়া সব দলই মেরেছে কমপক্ষে ৮০টি ছক্কা।

এবার কোনো দলের কত ছক্কা

ছক্কাদলম্যাচ
৮৮ঢাকা ক্যাপিটালস১০
৮৪খুলনা টাইগার্স১০
৮৩দুর্বার রাজশাহী১২
৮১চিটাগং কিংস
৮১সিলেট স্ট্রাইকার্স১১
৮০রংপুর রাইডার্স১০
৭০ফরচুন বরিশাল১০

আজকের আগে তিন ভেন্যুতেই ম্যাচ হয়েছে ১২টি করে। তাতে ছক্কার লড়াইয়ে পরিষ্কার এগিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২১০টি ছক্কা হয়েছে এই ভেন্যুতে।

কোন ভেন্যুতে কত ছক্কা

ভেন্যুম্যাচছক্কা
সিলেট১২২১০
চট্টগ্রাম১২১৮০
মিরপুর১২১৭৭

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স