কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে শীর্ষ অবস্থান ধরে রাখতে ২০২৫ সালে ৬ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে মেটা। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোকে আরও শক্তিশালী করতে এই বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হবে।
জাকারবার্গের তথ্যমতে, ২০২৫ সাল হবে এআই প্রযুক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এই বিশাল উদ্যোগ আমাদের পণ্য ও ব্যবসার অগ্রগতিতে গভীর প্রভাব ফেলবে। এআই-সংক্রান্ত নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ২ গিগাওয়াটের বেশি ক্ষমতাসম্পন্ন একটি তথ্যভান্ডার নির্মাণের পরিকল্পনা রয়েছে মেটার। এ বছরের মধ্যে ১৩ লাখের বেশি গ্রাফিকস পেশাজীবীকে মেটার কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারগেট নামে বড় ধরনের এআই অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ প্রকল্পের আওতায় আগামী চার বছরে মোট ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল। মাইক্রোসফটও জানিয়েছে, ২০২৫ সালে এআই তথ্যভান্ডার তৈরির জন্য প্রায় ৮ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। এআই প্রযুক্তির উন্নয়নে গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করবে অ্যামাজনও।
 
                           
 
 নিজস্ব প্রতিবেদক